হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) বলেন,
مَن زارَ قَبْرَ الحُسَیْنِ علیه السلام بِشَطِّ الْفُراتِ کانَ کَمَن زارَ اللّهَ.
“যে ব্যক্তি ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন (আ.)-এর কবর জিয়ারত করে, সে যেন আল্লাহকেই জিয়ারত করল।”
[মুস্তাদরাকুল-ওয়াসায়েল, খণ্ড ১০, পৃষ্ঠা ২৫০]
প্রাসঙ্গিক ব্যাখ্যা: “আল্লাহকেই জিয়ারত করল”—এর অর্থ
ইসলামে আল্লাহকে সরাসরি দৃষ্টি বা শারীরিকভাবে দেখার ধারণা নেই, বরং এটি প্রতীকী অর্থে বলা হয়েছে।
এর অর্থ দাঁড়ায়—ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত এমন এক মহৎ ইবাদত, যার আধ্যাত্মিক মর্যাদা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের সমতুল্য।
এটি বোঝায় যে, হুসাইন (আ.)-এর পথ ও ত্যাগ আল্লাহর পথ; তাঁর স্মরণ মানেই আল্লাহর স্মরণ।
কারবালার জিয়ারত শুধু একটি ঐতিহাসিক স্মৃতিচারণ নয়, বরং ঈমান, ত্যাগ, ন্যায় ও সত্যের প্রতি অঙ্গীকারের পুনঃনবীকরণ। যারা এই জিয়ারত করেন, তারা প্রকৃতপক্ষে সেই মূল্যবোধের প্রতি আনুগত্য প্রকাশ করেন, যা আল্লাহর প্রিয়।
আপনার কমেন্ট